অন্ধ মানুষ ভিক্ষা করে
দু'চোখে নেই আলো
দানে মিলবে হাজার পুণ্য
তাদের হবেই ভালো।
চোখে আঁধার নেই সম্বল
আলোর পথটা খুঁজি
ভিক্ষা করে সারাদিন কাটে
নেই অর্থের পুঁজি।
দিনে রাতে সবই আঁধার
ভাগ্যেতে নেই সুখ
ভিক্ষা ছাড়া নেই গতি আর
সারাটা জীবন ভুখ।
অন্ধ চোখে কাজল পরে
কী লাভ বলো আর
চোখের জ্যোতি আসবে ফিরে
শুধু ভাবনাই সার।
ভোরের আলো কিচির মিচির
মুগ্ধ পাখির গান
অন্ধ মানুষ জোছনা আলোতে
দেখবে চন্দ্রযান!
******
রচনাকাল -
২৭শে জুলাই ২০২৪