পৌষের শীতে ছাতা মাথায় মানুষ
ছাতাহীন মানুষ খাটছে মাঠে
মাথায় ধানের বোঝা -
কৃষক ছুটছে এ মাঠ থেকে ও মাঠে।
প্রকৃতির ছাতা ফুটো -
কান্নার জল আর বৃষ্টি মিলেমিশে একাকার
জ্যোৎস্না এখন আঁধারের পথিক
মানুষের ছাতাতে থমকে দাঁড়াবে না বৃষ্টি।
অকাল দুর্যোগে ছাতা খুঁজছে মানুষ
শীতের কুয়াশা ছিঁড়ে নামছে বৃষ্টি
মাথায় হাত আমজনতার ...
আবার মূল্য বৃদ্ধি, কে যে কার ছাতা কাড়বে কে জানে!
*****
রচনাকাল -
২১শে ডিসেম্বর ২০২৪