ছন্নছাড়া একটি জীবন
কাব্য হতে চায়
ভুখা মিছিলের লাইনে দাঁড়িয়ে
আঁধার গিলে খায়।

জোছনা আলো পথ হারিয়ে
বিপথগামী হয়
মানুষ জনম বৃথাই হবে
পেওনাা জীবনে ভয়।

হেমন্ত দিন হিমেল পরশ
শিশির ভেজা রাত
ছন্নছাড়া মানুষগুলোর
নেই কী কোনো জাত?

পথের বাঁকে শুয়ে আছে
অভিমানী এক হৃদয়
হিমেল রোদের স্পর্শ পেয়ে
কেউ কী হবে সদয়?

ছন্নছাড়া একটি জীবন
রক্ত শূণ্য রোগ
দু'মুঠো অন্ন দু'বেলা জোটে না
অভাবের আছে যোগ!

       *****

রচনাকাল -
২৮শে অক্টোবর ২০২৪