ছেঁড়া হাওয়ার ফাঁক দিয়ে ঢুকছে শীত
কাঁপন এখনও ধরে নি শরীরে
উত্তাপ নিতে অনেক বাকি -
হেমন্ত বাতাসে কাঁপনের গন্ধ নেই।

মায়াময় জ্যোৎস্নার আলোতে হৃদয় জুড়িয়ে যায়
শিশিরের স্পন্দন শুনতে পাই -
ভেজা ঘাসের বুকে শিশির বিন্দুর সুরেলা আলাপন
হৃদয়ের একান্ত নদীটি বয়ে চলে নীরবে।

ছেঁড়া হাওয়ার ফাঁকে ফাঁকে উড়ছে ভ্রমরের দল
ফুলের বাগান ওদের মুক্তাঞ্চল -
জীবনের বারান্দায় সুখের ভোর খুঁজছে
এখন আর ভ্রমরের গুঞ্জন শুনতে চায় না সভ্য মানুষ।

        ******

রচনাকাল -
১১ই নভেম্বর ২০২৪