দু'চোখেই পড়েছে ছানি
অন্ধত্বই ভবিষ্যৎ...
চোখ আছে তবুও সবই ধূসর মেঘে ঢাকা
জীবনের সব রঙিন উৎসব বর্ণহীন হয়ে গেছে।

ছানি অপারেশনের টাকা নেই
চোখ থেকে জল বেরিয়ে যায়
এ কান্না নয় তো!
হৃদয়ের গভীরে লুকিয়ে রাখা অস্থির ক্ষত।

সুখের সংসার ভেঙে টুকরো টুকরো হয়
দেখার মতো কেউ নেই -
ছানি অপারেশন করলেই হয় তো পুনর্জন্ম হবে
আলোর রোশনাইয়ে সামিল হতে পারবো আবার।

সব অন্ধকার কেটে যাবে একদিন
নীল জোছনার হাত ধরে আসবে নতুন ভোর
হৃদয়ের সবটুকু কান্না ভুলে আবার বাঁচতে চাই।

         ******

রচনাকাল -
১০ই জুলাই ২০২৪