ধান কাটার মরশুম -
সোনালী ধানের সাথে মিশে থাকে ওরা
চেনা যায় না বিষধর চন্দ্রবোড়াকে
এক ছোবলেই শেষ।

ধান গাছের গোড়ায় পেঁচিয়ে থাকে
কৃষকের কাস্তে চলে অবিরাম -
হঠাৎ ছোবল মারে হাতে কিংবা পায়ে
ধীরে ধীরে নেতিয়ে পড়ে সোনালী ধানের বুকে।

এ বছর চন্দ্রবোড়ার উপদ্রব খুবই
মাঠে নামতেই ভয় পাচ্ছে কৃষকের দল
বেশ কয়েকজন মারাও গেছে -
ভয়ের মেঘ কেটে যাবে একদিন কোনো মায়াবী জাদুর ছোঁয়ায়।

           ******

রচনাকাল -
২৭ নভেম্বর ২০২৩