হলুদ ধানে সুখটা লেখা
শ্রমের মূল্য পাবে
ঘাস ঝরালে ফসল হবে
দু'মুঠো অন্ন খাবে।

শিরদাঁড়াটা যাচ্ছে বেঁকে
কোমর হয় না সোজা
তবুও মুখে লিখছে হাসি
মাথায় ঋণের বোঝা।

শিশির ভেজা সোনার ফসল
উঠছে যেন হেসে
কৃষক হাসে ভুখ লুকিয়ে
ফসলকে ভালোবেসে।

নষ্ট জীবন আঁধারের পথ
তবুও বাঁচতে চায়
সোনালী ফসল আসলে ঘরে
কে আর ওদের পায়।

সারাটা বছর কষ্টে থাকে
দু একটা মাস সুখ
ঋণের থেকে নেই মুক্তি
ক্যানভাসে আঁকে ভুখ।

       ******

রচনাকাল -
১৯শে নভেম্বর ২০২৪