সংসার বাঁধে না বুনোহাঁস
মেঘ বালিকার মতো হাওয়ায় ভেসে যায় নীল দিগন্তে
পিছুটান নেই -
মুক্ত ডানায় লেখা থাকে স্বপ্নের রঙ।

বুনোহাঁস মাটির গন্ধ জানে না
হৃদয়ের কথা গোপন করতে পারে না
শীতের সংসারে শান্তি ফিরিয়ে আনতে পারে।

ঠিকানার ঠিক নেই তবুও ঠিকানা খোঁজে
অশ্রু লুকিয়ে রাখে ডানার অন্দরে -
আগন্তুকের মতো আসে আর ফিরে যায় অচিন বন্দরে।

মানুষ বুনোহাঁস হতে পারে নি
সেজন্যই এতো দুঃখ কষ্ট যন্ত্রণা -
হৃদয়ের বালুচরে নীল জ্যোৎস্না খেলা করে না আজও...

           ******

রচনাকাল -
২১ জানুয়ারী ২০২৪