পাঁকের মধ্যে যাচ্ছে ডুবে
ধরবে কেউ কে হাত
অসহায় পরিবার ডুকরে কাঁদে
দেখো না মানুষের জাত।

ঝড় ঝাপটা সামলে নিয়ে
বাঁচার করে চেষ্টা
সুখের কাব্যে ঘন কুয়াশা
মেটে না কখনও তেষ্টা।

ফসল মাঠ হাওয়ায় দোলে
দুমুঠো জুটবে অন্ন
টগর গোলাপ জুঁই চামেলি
সবই প্রকৃতির জন্য।

বুকের পাঁজরে মরা ইতিহাস
চেতনার গান গায়
পুজোর আনন্দ কাটিয়ে মানুষ
আবার বাঁচতে চায়।

ভোরের পাখিরা কলতান করে
মানুষ দেখে স্বপ্ন
ছেঁড়া বিছানার চাঁদের আলো
ঐ আলোতেই মগ্ন।

       *****

রচনাকাল -
৪ঠা নভেম্বর ২০২৪