একটু দাঁড়াও শোনো বন্ধু
দু এক কথা বলি
হয় না সময় দেখা করার
ব্যস্ততার মাঝে চলি।
ছোট্ট বেলায় যেতাম স্কুলে
একসাথে হতো খেলা
এক টিফিন খেতাম দু'জনে
এখন পড়ন্ত বেলা।
তুমি এখন অফিস বস
আমি সেই নীচুতেই
তোমার জীবনে বিলাস বৈভব
তুমি আছো উঁচুতেই।
হিমেল বাতাস শিউলি ফুল
শৈশব দেয় উঁকি
হৃদয়ের ব্যথা চিনচিন করে
জীবনে নিয়েছি ঝুঁকি।
উদয় অস্ত করি পরিশ্রম
দু'বেলা জোটাতে অন্ন
সময়ের স্রোতে ভেসেছে জীবন
সবই বিধাতার জন্য।
*****
রচনাকাল -
৩১ অক্টোবর ২০২৩