ঝমঝম করে বৃষ্টি শুরু
ভিজছে শহর গ্রাম
তীব্র দহনে মেলে স্বস্তি
পাকছে কাঁটাল জাম।
নিম্নচাপে বৃষ্টি নামে
জুড়ায় সবার প্রাণ
কৃষক আবার হাসি মুখে
গাইবে খুশির গান।
ভাবছো যখন বৈশাখ মাসে
যাবে সবই পুড়ে
প্রকৃতি সবার জীবন বাঁচায়
বৃষ্টি হৃদয় জুড়ে।
এই বৃষ্টি যাবেই ফিরে
আবার আসবে গরম
সেই গরমে হবে কাহিল
মাটি কী থাকবে নরম?
আষাঢ় মাসের অনেক দেরি
পাবে কী একটু শান্তি
তাপমাত্রা বাড়বে আবার
আসবে শরীরে ক্লান্তি।
******
রচনাকাল -
৯ ই মে ২০২৪