কান্না হাসি সুখ দুঃখ
মিছিল করে হাঁটে
দেখতে দেখতে বছর শেষ
জীবন উঠছে লাটে।
হিসাব নিকাশ করলে অনেক
মুছলে চোখের জল
একটি বছর বাড়লো বয়স
পেলে কী নীটফল?
হাসি কান্না কাব্য হয়ে
জীবন বয়ে চলে
সুখ চেয়েছো কষ্ট ভুলে
অসীম ক্ষমতা বলে!
অতীত স্মৃতি সদাই সুখের
ভেবো না তো কেউ
দুঃখটাও থাকবে জেনো
লাগবে কঠিন ঢেউ।
বছর শেষের মায়াবী আলোয়
জীবন সুখের হোক
উৎসবে মেতে সারা দুনিয়া
অনেক করেছো শোক।
*****
রচনাকাল -
৩১শে ডিসেম্বর ২০২৪