বয়স বাড়ছে একটু একটু করে -
ঝলসে যাচ্ছে হৃদয়ের অলীক উঠোন
ছন্দে ফিরবে কী জীবনের চলমান সিঁড়ি?
নাকি সারা জীবন ধরে গড়বো কষ্টের ইমারত।

বছর শেষের রোদ্দুরে মিছিল নেই
জীবন স্বপ্নময় হয়ে উঠবে নীল জোছনায়
স্মৃতির পাতায় বিগত বছরের হিসাব নিকাশ
অঙ্কে গরমিল, তাই উত্তর মেলে না।

কতো অঙ্গীকার, কতো স্বপ্নের দেউল
চড়ক উৎসবে মেতে ওঠে বাংলার হৃদয়
সুখ দুঃখ নিয়ে জনম জনম পথ চলা
নতুন বছরে সঁপে দাও নিজেদের একরাশ অভিমান।

            *****

রচনাকাল -
১৪ই এপ্রিল ২০২৫
৩১শে চৈত্র ১৪৩১