প্রার্থনা আজ যীশুর কাছে
সবাইকে রেখো ভালো
এই পৃথিবী ভুখায় ধোঁকে
শিশুদের মুখটা কালো।
পেরিয়ে যায় কতো বড়দিন
তবুও অভুক্ত শিশু
বিশ্ব ভুবন হাহাকার ওঠে
ডাকছে প্রভু যীশু।
আঁধারের পথে আলোর দিশা
তুমিই জ্বালালে প্রভু
বিশ্ব পিতা মানব দরদী
ভুলবো না তোমায় কভু।
দুনিয়া জুড়ে প্রচারিত হয়
যীশুখ্রিষ্টের বানী
মানুষের মাঝে রইবে চিরকাল
ভালোবাসার হাতছানি।
বড়দিন আসবে যাবে
কুয়াশার পথ ধরে
শতাব্দীর পর শতাব্দী হেঁটে
যীশুও আসবে ঘরে।
******
রচনাকাল -
২৪শে ডিসেম্বর ২০২৪