যীশু ঘুমিয়ে আছেন পৃথিবীর বুকে
মানুষ বড় কাঁদছে প্রভু -
চোখ থেমে মুছিয়ে জলের ধারা
দুঃখ দারিদ্র্য অব্যাহত থাকবে কী চিরকাল?

নষ্ট রোদ্দুরে সুখী জীবনের উত্তাপ হারিয়ে যাচ্ছে
বড়দিনের এই পবিত্র দিনে পৃথিবীতে তোমার আবির্ভাব
সুখ শান্তির বাণী ছড়িয়ে দিয়েছিলে এই ধরাধামে।

মুক্তির পথ খুঁজছে অসহায় মানুষ
বড়দিনে উৎসব হয় -
সোনালী আলোর দ্যুতি ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে
নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করছে সব্বাই।

রক্ত ক্ষরণে ক্ষতবিক্ষত মানুষের দীর্ঘশ্বাস
প্রভু, বড় কষ্টে আছে মানুষ -
উৎসবের বড়দিন আসবে যাবে প্রতি বছর
তোমার করুণা থেকে কেউ যেন বঞ্চিত না হয় প্রভু।

           *******

রচনাকাল -
২৫ শে ডিসেম্বর ২০২৩ ( বড়দিন )