বনভোজনে সবাই মেতে
বাড়ুক একটু শীত
ভিক্টোরিয়া চিড়িয়াখানায়
গাইছে শিশুরা গীত।

নদীর ধার গড়ের মাঠ
সবই এখন ভরা
একটু খুশি একটু হাসি
জীবনেও আসবে খরা।

    ******