বইয়ের মেলায় ভিড়ের ঠেলায়
ওষ্ঠাগত প্রাণ
তবুও যাই বই মেলাতে
বইয়ের গন্ধ চাই।

সারা বছরের প্রতিক্ষা শেষ
পাই বইয়ের গন্ধ
বইমেলা হল মিলন মেলা
পাবেই নতুন ছন্দ।

দেশ বিদেশের নানান বই
সবাই পাবে দেখা
সুখ দুঃখের কাব্য ভুলে
অনেক কিছুই শেখা।

মিলন মেলা বইয়ের ভেলা
যেন সুখের হাট
জ্ঞানের হাটে সবাই এসে
নেবে শিক্ষার পাঠ।

সারা বছর কাজের চাপে
মানুষ হয়েছে যন্ত্র
বইমেলা হল মনের খোরাক
বাঁচার পাবে মন্ত্র।

      ****

রচনাকাল -
১৯ জানুয়ারী ২০২৪