ভিড়ের চাপে প্রাণ ওষ্ঠাগত
লোকাল ট্রেন -
নিজস্ব গতিতে ছুটে চলেছে
অফিস ফেরত মানুষ বিষাদ জীবন নিয়ে বেঁচে আছে।

নিত্যযাত্রীদের কষ্টের অন্ত নেই
বাস ট্রেনে সর্বত্র বাদুড় ঝোলা -
রুটি রুজির তাগিদে সব্বাইকে লড়াই করতে হচ্ছে।

পিছন ফিরে তাকিয়ে দেখার সময় কোথায়
কে পড়লো কে মরলো কার খবর কে রাখে
তবুও কাশফুল দিগন্তে হাসে, শিউলি ফুল সুগন্ধ ছড়ায় ...

শারদীয়া দুর্গোৎসবে মেতে উঠতে চায় সকল সম্প্রদায়ের মানুষ
সব কষ্ট এক লহমায় মুছে যায় দূর্গা মায়ের আগমনে
একঝাঁক রঙিন প্রজাপতির মতো উল্লাস করছে ছোট বড় সব্বাই।

বোধনের গান বাজছে -
শহর থেকে গ্রাম ধর্ম বর্ণ নির্বিশেষে মিলে মিশে একাকার
হৃদয়ের আঙিনায় খেলা করে উৎসবের রঙিন ঝর্নাধারা।

        ******

রচনাকাল  -
১০ অক্টোবর ২০২৩