বিশ্বকবি তোমার সাথে
কবিতা গল্প গান
হৃদয় জুড়ে তোমার আসন
তুমিই সাহিত্যের প্রাণ।

বাংলা ভাষা করলে অমর
তুমিই বিশ্বকবি
নতজানু হয়ে প্রণাম করি
তুমিই মোদের রবি।

      *****