বিশ্বকর্মা বেকার বসে
নেই কোনো হাতে কাজ
কলকারখানা সবই বন্ধ
অসতের চলে রাজ!

অন্ধ আবেগে আপ্লুত হই
কান্নার নেই দাম
জোনাকি আলোতে পথটা খুঁজি
নেই কোনো কাজকাম।

চলছে মিছিল হাঁটছে মানুষ
তবুও জোটে না ভাত
বিশ্বকর্মা আলোর পথিক
আঁধারেই কাটে রাত।

সাইরেন শব্দে মুখরিত হোক
এই বাংলার মাটি
কারখানাগুলোয় চলুক মেশিন
জীবনটা হবে খাঁটি।

আলোর দিশা খুঁজছে মানুষ
সবার মলিন মুখ
বাবা বিশ্বকর্মা দেখাও পথ
হারিয়ে যাচ্ছে সুখ।

     *****

রচনাকাল -
১৪ই সেপ্টেম্বর ২০২৪