বুকে আছে স্বপ্ন লেখা আগুন
সেই আগুনে ঝলসে যায় হৃদয়ের উপবন
কাঙ্খিত জয় হাতের বন্দী
বিশ্ব জয় - বিশ্বকাপ!

বিশ্ব ভুবন জয় করলো দেশ
দেড়শ কোটি ভারতবাসীর স্বপ্ন
বিজয় পতাকা উড়ছে শহর থেকে গ্রাম
মিথ্যে স্বপ্ন দেখে না দেশবাসী।

ভাঙা ভাঙা সুখ জুড়েই একবার দেখো
একদিন আসবে সেই সে শুভ লগন
বিশ্ব জয়ে মেতেছে সারা দেশ
ফাটছে বাজি, উড়ছে তেরঙ্গা পতাকা
যেন অকাল দেওয়ালী -
শুধু রঙমশাল, আতসবাজি আর  রঙমশাল।

         ******

রচনাকাল -
২৯শে জুন ২০২৪