ক্রিকেট খেলার উন্মাদনায়
কাঁপছে গোটা দেশ
কেউ হারবে কেউ জিতবে
রইবে তারই রেশ।

বিশ্ব ক্রিকেটে কে যে সেরা
হাড্ডাহাড্ডি লড়াই
কাদের মাথায় উঠবে মুকুট
কারা করবে বড়াই।

বিশ্বকাপ ক্রিকেট খেলায়
কোনটি সেরা দল
ছক্কা চারের বন্যা বইবে
নেই মাঠেতে ছল।

সবাই বলছে আমরা সেরা
জীবনকে ধরো বাজি
লড়াই করে ফিরতে হবে
হও তাহলে রাজি।

সেরার ট্রফি পাবে যে দল
তারাই বিশ্ব সেরা
বিশ্ব ক্রিকেটে চারটি বছর
কেউ করবে না জেরা।

      ******

রচনাকাল  -
০১ নভেম্বর ২০২৩