বিষ দাঁত ভেঙে দিয়েছে
ছোবল মেরে কী লাভ -
অনেক অন্যায় অত্যাচার করেছে
এবার এসেছে সময়, দেওয়ালে ঠেকে গেছে পিঠ!

চিরস্থায়ী সুখ চাও নি
চেয়েছ খন্ড সুখ -
যে সুখ শরতের মেঘের মতো উঁকি দিয়ে চলে যায়
বিষ দাঁত উপড়ে দিয়েছে শিকড় সমেত।

মেরুদণ্ড নুয়ে গেছে তবুও
ফোঁস ফোঁস করেই চলেছে সারাক্ষণ
লোভ লালসা হিংসা এটাই ওদের একমাত্র কাজ
রক্তচক্ষু অনেক দেখিয়েছ, এবার পতন অনিবার্য।

জল দাও, জল দাও
কে দেবে জল?
দস্যুতাই শেষ কথা নয়
জীবনটা যে কতো সুন্দর তা তোমরা কেউই জানলে না।

             *******

রচনাকাল -
৯ অক্টোবর ২০২৩