ঘন কালো মেঘে ঢেকে গেছে আকাশ
বিকেলের রোদ্দুর নিমেষে হারিয়ে গেছে কোথায়
ঈশান কোণে ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
ঘরের শরীরে ঘুণ ধরেছে
যে কোনো মুহূর্তে মাটির সাথে মিশে যাবে
ঝড় নয়, দমকা হাওয়াই যথেষ্ট।
ভাঙা যাবে সংসারের ইতিবৃত্ত
ভয়ে বুক কেঁপে কেঁপে ওঠে বারংবার
খোলামকুচির মতো তছনছ হয়ে যাবে সবকিছুই ...
অন্ধকার ঘূর্ণাবর্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে জীবন
পরিবার নিয়ে কোথায় যাবো
বর্ষা আসলেই ফুঁসে ওঠে মরা নদীও।
ঝড় উঠলেই সব শেষ -
জোছনার রঙ ফিকে হয়ে গেছে
বিপন্ন সুখ, জীবন থেকে হারিয়ে যাচ্ছে সুখের চরাচর।
*******
রচনাকাল -
২১ই মে ২০২৪