পিঁপড়ে জানে তার পেটে কতটা খাবার ধরবে
মানুষ কিন্তু জানে না -
খেতেই থাকে, খেতেই থাকে
বিনি পয়সার ভোজ হলে তো কথাই নেই।
গরীব মানুষের অভাব আছে, লোভ নেই
দুমুঠো জুটে গেলেই হল
কোনো চাহিদা নেই -
যাদের অনেক আছে তারাই লোভী।
বিনি পয়সার ভোজে অনেক আয়োজন
মদ মাংস থেকে শুরু করে অলীক রাত্তিরের গল্প
চেনা মানুষকে চেনা যায় না আলো আঁধারি খেলায়।
বিশুদ্ধ ধ্বংসস্তূপের মধ্যেও মাথা উঁচু করে সভ্যতা
নীল রক্তের মানুষগুলো একটু অন্যরকম
নীরবে অনেক কিছু কথা বলে যা সাধারণের বোধগম্য নয়।
*******
রচনাকাল -
৩ রা মে ২০২৪