বিষাদের ছায়া দশমীর রাতে
চোখের জল মুছে মাকে বিদায়
নীলকন্ঠ পাখির ডানায় হিমেল রোদ্দুর।
মায়ের শরীরের গন্ধ এখনও আকাশে বাতাসে
গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জনের বাজনা
নষ্টালজিয়া হৃদয় ছুঁয়ে যায় বারংবার।
নীল কান্না মুছে দেয় বিজয়া দশমীর রাত
ক্রমশ অন্ধকারে ডুবে যাচ্ছে রোশনায়ের আলোকসজ্জা
সব অভিমান কাব্য হয়ে যায়।
আকাশের দিকে তাকিয়ে দেখি লক্ষ কোটি তারাদের কোলাহল
মা দূর্গা ফিরছেন আপন ঘরে -
নিঝুম আঁধারকে বুকে জড়িয়ে বাড়ি ফিরছে মর্ত্যের মানুষ।
******
রচনাকাল -
২৪ অক্টোবর ২০২৩