বিধবা মানে বিবর্ণ মুখ
বিধবা মানে থান
বিধবা মানে কান্না পোড়ে
হৃদয়টা খান খান।

বিধবা মানে সাদা শাড়ি
রঙিন বেমানান
কম বয়সী বিধবা মানে
যৌবনে প্রলোভন।

সুখের জমিন অসুস্থ রোদ
শরীর বেনোজল
ভালোবাসা ডুবছে চরে
জীবনটা বিষফল।

বিধবা মানে হঠাৎ ঝড়
সবকিছু বেসামাল
কান্না পাথর জ্বলছে চিতা
ধূসর মলিন হাল।

রঙিন জীবন ক্যানভাসে থাকে
সুখটা হল চুরি
বিধবা জীবন অলীক স্বপন
হৃদয়টা কাঁটা ঘুড়ি।

       *****

রচনাকাল -
২৫শে মার্চ ২০২৫