চড়ুই শালিক ফিঙে কোকিল
করছে ওড়াউড়ি
আকাশ জুড়ে রঙ বেরঙের
উড়ছে কতো ঘুড়ি।

ছোট্ট খুকু করছে খেলা
রঙিন পুতুল ধরে
বায়না করে বলছে মাকে
উঠবো রোজই ভোরে।

ফুলের বনে খেলছে কতো
রঙিন হাজার পাখি
নীল আকাশে করছে খেলা
দু'চোখ মেলে দেখি।

প্রকৃতি দেখায় নিত্য নতুন
বাহারি কতো সাজ
ছোট্ট শিশু বোঝে না কিছুই
নেই যে ওদের লাজ।

ভোরের আলোয় কোকিল ডাকে
পুব আকাশ হয় লাল
মাঠে চলেছে গরুর পাল
কৃষক করবে হাল।

      *****

রচনাকাল - ১০ জানুয়ারী ২০২৪