যে ছেলেটা ছোঁয় নি কখনও
একটুকুও মদ
সেই ছেলেটা মদেই ডুবে
সবার চোখে বদ।
মদের নেশায় হাবুডুবু
মদ করেছে সঙ্গী
মুখের ভাষায় নেই তো লাগাম
ভাবটা সদাই জঙ্গী।
ভোরেই উঠে মদের ঠেকে
দিয়েই চলে আড্ডা
কেউ জানে না সবাই বলে
মরণে খুলছে গাড্ডা।
সবাই বলতো ভালো ছেলে
এখন চোখের বিষ
মেয়ে দেখলেই অঙ্গ ভঙ্গি
বাজায় জোরে শিস।
গোপন কথা খুলেই বলি
ভালোবাসাই ফাঁদ
একটি মেয়ের ঠকায় তাকে
জীবনটা বরবাদ।
*****
রচনাকাল -
২৩শে মার্চ ২০২৫