ভাইয়ের কপালে ফোঁটা দেবে
দিদি কিংবা বোন
বাজার ঘুরে কত্তা মশাইয়ের
হাঁপিয়ে ওঠে মন।
চিংড়ি ইলিশ পাবদা মাগুর
ঝুলছে আস্ত খাসি
দামটা শুনে ঘুরছে মাথা
কত্তা বলেন আসি!
ছেলে মেয়ের মন রাখতে
ঘুরছে সারা বাজার
যদি কোথাও সস্তা মেলে
লাগবে দু তিন হাজার!
গিন্নির আবার কড়া হুকুম
চিংড়ি ইলিশ চাই
খাসির মাংস দেখে কিনো
ভেজাল যেন না পাই।
ভাই বোনদের মিলন মেলায়
নেই তো কোনো ক্ষতি
বাবা মাকে দেখো সবাই
বাড়বে উৎসবের জ্যোতি।
******
রচনাকাল -
২রা নভেম্বর ২০২৪