কান্না কথা অনেক হল
গরীব সুখ খুঁজে মরে সারাক্ষণ
বস্তির ঘরে আলো জ্বলে টিমটিম
ওদের সন্তানদের মধ্যেও হাসি ফুটুক
ভাইদের মঙ্গল কামনায় বোন ভাইকে ফোঁটা দেয়।

অমানিশা কেটে গিয়ে একফালি চাঁদ উঁকি মারছে আকাশে
হেমন্তর হিমেল বাতাস ছুঁয়ে দেয় ভালোবাসার পরশ
স্নেহ ভালোবাসা ধনী গরীব জাতি ধর্ম কিচ্ছু মানে না
ভাইফোঁটার অমর বন্ধন চিরকালীন।

টাকা পয়সা ধন দৌলত সবকিছু নয়
ভাই বোনের ভালোবাসা সব দুঃখ কষ্ট সব্বাই ভুলে যায়
বছরের এই একটি দিনই ভাই বোনকে কাছে এনে দেয়।

          ******

রচনাকাল -
১৫ নভেম্বর ২০২৩