ডাস্টবিনেও ভাত নেই
পড়ে আছে শুধু উচ্ছিষ্ট পাতার বংশধর
ভাতের বড় আকাল -
বাসি ভাতও মেলে না ডাস্টবিনের স্তূপে।

পাঁজর থেকে খসে পড়ছে একটা একটা হাড়
তবুও মরণ কাব্য লেখা হয় না
অশান্ত ঘূর্ণির মত অভুক্ত সংসার
ভাতের উপকথায় ভাত কই, অসংখ্য কান্নার ধ্বংসাবশেষ।

মাটির বালুচরে ঘর বেঁধে লাভ নেই
তাসের ঘরের মতো ভেঙে যাবে অলীক সন্ধ্যায়
প্রদীপ জ্বালিয়ে নারীরা ভাত খুঁজছে রান্নার হাঁড়িতে
শূন্য হৃদয়, ভাঙা কান্না নিয়ে শুয়ে আছে অনাগত সুখ।

              ******

রচনাকাল -
১৭ই মার্চ ২০২৪