নদী পাড় ভেঙে যায়
নদী বাঁধও ভেঙে যায়
ভেঙে যায় কতো সংসার
পরিবারের সুখগুলো হয় খণ্ড বিখণ্ড।
জলোচ্ছ্বাসে তলিয়ে যায় ঘরবাড়ি
বিপন্ন সুখের সংসার -
পরিবার ভাঙা কতো সহজ
একটা পরিবার গড়তে বহু মানুষের অবদান অনস্বীকার্য।
ঝড় সামলে মানুষ বাঁচতে চায়
সব্বাই সুখ চায় -
জোয়ারের টানে তছনছ ঠোঁটের হাসি
পাড় ভাঙছে বাঁধ ভাঙছে, ভাঙন অব্যাহত
ভাঙছে হৃদয়ের গভীর উপকূল।
******
রচনাকাল -
১৮ ই মে ২০২৪