হাসতে ভুলে গেছে শৈশব -
ভাঙাচোরা সুখ লিখে রাখি হৃদয়ে
মুক্ত মঞ্চে গান গাইছে অতীত
ঘুমের ঘোরে বড় হয় মিথ্যে শৈশব।

একমুঠো অন্ধকার সরিয়ে সরিয়ে হাঁটছে মানুষ
আলোর মিছিল খুঁজে পাওয়া যায় না
তবুও হাঁটছে মানুষ একটু সোনালী আলোর জন্যে
শৈশব হামাগুড়ি দিয়ে চলবে চিরকাল?

ঝর্নার জলে স্নান করছে একবিংশ শতাব্দী
তবু কেন শৈশব স্বাধীনতা খোঁজে -
আজীবন অশ্রু মুছবে শৈশবের জানালা!
একটু সোনালী রোদ্দুরের স্পর্শ নিতে চায় সব্বাই।

            *****

রচনাকাল -
২১শে জানুয়ারী ২০২৫