শূন্য হৃদয় শূন্য সময়
জীবনটা শূন্য শূন্য
এক পৃথিবী সুখ খুঁজতেই
চাইছি শুধু পুণ্য!
রঙের মিছিল দখিনা হাওয়া
ভাঙা ভাঙা সুখ
দুঃখ গুলো পথের কাঁটা
এক দঙ্গল ভুখ।
চোখের কাজল চৈত্র দুপুর
ঈশান কোণে ভয়
লুকিয়ে রাখি সুখের জমিন
নিশ্চিত পরাজয়।
উজান টানে চলেছি ভেসে
সভ্যতার রঙ ফিকে
নীল জোছনা হৃদয়ে পড়ে
দুঃখ রাখি লিখে।
হতাশার মেঘ গুটিগুটি পায়ে
নীরবে ঢুকেছে ঘরে
সুখ চুরি করে যায় পালিয়ে
বেদনার বালুচরে।
******
রচনাকাল -
৩রা এপ্রিল ২০২৪