বুকের নদীতে নীল জ্যোৎস্না খেলা করে
গোপন সুড়ঙ্গ দিয়ে ভেসে চলেছে সোহাগের ওম
ভালোবাসা সুখ খুঁজে মরে বারো মাস -
জলতরঙ্গের শব্দে কলতান ওঠে ওষ্ঠের জলসায়।
তবুও ভাঙা ভাঙা সুখ চুরি হয়ে যায় ক্রমশ
রঙের সাথে রঙ মিলিয়ে উৎযাপন করি হোলি উৎসব
ধীরে ধীরে রঙ বিবর্ণ হয় প্রতিদিনই ...
শুরু হয়ে যায় ভাঙা সুখের কাব্য লেখার পালা।
ঘরের ভেতর আর একটা ঘর -
ভালোবাসা প্রহর গোনে নীল জোছনায়
হৃদয় থেকে শোনা যায় অলীক অভিমানের সুর
বসন্ত ঋতু ফুরিয়ে আসে তবুও ভাঙা সুখের কাব্য শেষ হয় না।
******
রচনাকাল -
৩০শে মার্চ ২০২৪