দুয়ারে দাঁড়িয়ে খুঁজছে ভোর
সবই কুয়াশায় ঢাকা
হৃদয়ে রঙ লাগবে ভেবে
দেখি জীবনটাই ফাঁকা।
হাত বাড়িয়ে ডাকছে প্রকৃতি
দুচোখ মেলে দেখো
রঙিন প্রজাপতি উড়ছে হাওয়ায়
শরীরে রঙটা মাখো।
পাখিদের গানে কণ্ঠ মিলিয়ে
মানুষও গাইছে গান
ভোরের আলোয় আলোকিত হয়
জুড়ায় সবার প্রাণ।
হারতে হারতে শেখে মানুষ
লড়াই ছাড়ে না কভু
বিশ্বাস নিয়ে বাঁচতে চায়
মাথায় আছেন প্রভু।
স্রোতের বিপক্ষে ভাঙা গড়া
এরই নাম জীবন
বেঁচে থেকেই লড়তে হবে
নইলে হবে মরণ।
******
রচনাকাল -
২২ শে ফেব্রুয়ারী ২০২৪