নীল আকাশে উদাসী মেঘ
থমকে দাঁড়িয়ে আছে
হৃদয়ে রোদ্দুর লাগুক না লাগুক
ভালোবাসা থাক কাছে।

কুয়াশা ছিঁড়ে রোদ্দুর ওঠে
বাড়ছে গরম তাপ
বসন্ত দিনে সুখের বাসায়
ক্রমশ বাড়ছে চাপ।

শীত ফিরেছে আপন দেশে
রঙ লেগেছে মনে
হোলি খেলায় রঙ লাগাতে
আসবো তোমার সনে।

রাধা কৃষ্ণের রঙ উৎসবে
মানুষ খেলে হোলি
জীবন আলোকে মুক্তির গান
প্রেমের খেলাই খেলি।

হৃদয় রঙিন খুশির ভুবন
রঙ উৎসব দোল
ভালোবাসা সুখের নদী
বাজাও সবাই ঢোল।

      *****

রচনাকাল -
১০ই মার্চ ২০২৫