ভালোবাসার মোহনায় দাঁড়িয়ে আছে কাঁটাতার
এপার ওপার দুই বাংলা ভাগ হল
সোহাগের উঠোনে খেলা করত অনাবিল সুখ
ওষ্ঠের বারান্দা জুড়ে শুধুই স্মৃতি চারণ।
বারুদ গন্ধে ভরে গেছে গোটা দেশ
দুটো শরীর দুই বাংলায় -
কাঁটাতারে রক্তাক্ত হয় ভালোবাসার উপকূল
উত্তাল সমুদ্রে হারিয়ে যাচ্ছে সভ্যতার মানচিত্র।
গঙ্গা পদ্মা আজও ভালোবাসার কাঙাল -
ছিন্নমূল অসহায় মানুষের দীর্ঘশ্বাস বড় কাঁদায়
চোখের কাজলে প্রেমের পরিণতি পায় না
সব ভুলে যাওয়া যায়, ভালোবাসার রঙ রামধনুর মতো উজ্বল।
পুবের আকাশ জুড়ে এক অলীক অভিমান জমা হয়
আর কোনোদিন কী দেখা হবে ভালোবাসার মানুষের সাথে
বিরহী বাঁশি আজও করুণ সুর বেজে চলেছে হৃদয়ের উপত্যকায়।
******
রচনাকাল -
১১ অক্টোবর ২০২৩