রঙ ফিকে হয়ে যায় হৃদয় থেকে -
তবুও মানুষ প্রতীক্ষা আর এক বসন্তের জন্যে
ভালোবাসার মানুষ রঙ ছুঁয়ে মনের কথা বলে।
আবির খেলায় মেতে উঠেছে নারী পুরুষ
বসন্ত উৎসবে সামিল সব বয়সের মানুষ
রঙের কোনো জাত হয় না।
হিংসা নয়, ভালোবাসার রঙ দিয়ে মুছে দাও সব ভেদাভেদ
আপন করো অচেনা কুয়াশার রোদ্দুরকে -
আবির উড়ছে হাওয়ায় মুক্তির শ্বাস নেওয়ার জন্যে।
রোদ্দুর ফিকে হয় রঙও ফিকে হয়ে যায়
ভালোবাসার রঙ ফিকে হতে দিও না কেউই
হৃদয়ে যে রঙ লাগে সে রঙ ওঠে না কখনও ...
বসন্ত উৎসব আসে বসন্ত উৎসব চলেও যায়
হৃদয়ের মণিকোঠায় সযত্নে লালিত হয় রঙ উৎসব
দোলে রঙ খেলা হবেই, সে রঙ যতোই বিবর্ণ হোক না কেন।
********
রচনা কাল -
২৫শে মার্চ ২০২৪
( দোল উৎসবের দিন - ১১ই চৈত্র ১৪৩০ )