শিশিরের শব্দে ঘুম ভেঙেছে
জাগে নি এখনও পাখি
ভোর বাতাসে স্বপ্ন লিখি
দু'চোখে স্বপ্ন আঁকি।

দখিনা বাতাসে জীবনের রোদ
গাইবে পাখিরা গান
মুক্তির স্বাদ মানুষ পাবেই
করো দু'মুঠো দান।

চোখের জলে সংসার ভাসে
বিবর্ণ রোদ্দুরে কষ্ট
সুখের চরে আটকে জীবন
ভালোবাসা হয় নষ্ট।

তবুও অদৃষ্ট ছাড়ে না পিছু
সবই ভাগ্যের পরিহাস
ঝাপসা চোখে মরা জ্যোৎস্না
কথা কয় ইতিহাস।

বসন্ত দিন রঙ উৎসব
রঙিন হয় না মন
আঁধারের পথে জ্বালাবে আলো
কোথায় সে আপনজন!

      ******

রচনাকাল -
২৯শে ফেব্রুয়ারী ২০২৪