আমার ঘরবাড়ি বলে কিচ্ছু নেই
গাছতলাই সম্বল -
জীবনের পথটাই বড় ভঙ্গুর
ছোট্ট জীবন, তবু কেন অপরিসীম কষ্ট?

মধ্যবিত্তের অভাবের ফর্দটা খুবই কম
তবুও অভাব মেটে না -
অন্ধ জ্যোৎস্নায় কান্না লিখে রাখি
বেদনার বালুচরে ক্ষত বাড়তে থাকে ক্রমশ।

ভাঙা ভাঙা চাঁদের আলো ছুঁয়ে হৃদয়ের উঠোনে
গলিত লাশের গন্ধ আজও অব্যাহত
জীবিত মানুষ তবুও হাসি মুখে দুঃখের ইতিহাস লেখে
অভিমান গরীব মানুষের অলিখিত সংগ্রাম।

           ******

রচনাকাল -
২০শে নভেম্বর ২০২৪