দখিনা হাওয়ায় পলাশ হাসে
শিমুল হয়েছে লাল
প্রকৃতির রূপে মুগ্ধ সবাই
মানুষের একি হাল!

শীত গ্রীষ্ম বারো মাসই
প্রকৃতি বদলায় রূপ
বসন্ত উৎসবে রঙটা মাখো
হৃদয়ে জ্বলবে ধূপ।

      *****