অবিশ্রান্ত বৃষ্টি -
দিনও রাতের আঁধার
জল থৈ থৈ, ডুবে যায় চারিধার
ফসলের মাঠ জলের তলায়।

শরৎকাল
শিশিরের দেখা নেই
মেঘ ভাঙা বৃষ্টি -
ঘর সংসার সবই গেছে ভেসে।

বাঁধে ফাটল -
হুহু করে গ্রামে ঢুকছে জল
ত্রাণের আশায় গ্রামবাসী
অভুক্ত দুধের শিশু ডুকরে কাঁদে।

জয় মা দূর্গা -
তোমারও চোখে জল
বাঁচাও দূর্গত অসহায় বন্যার্তদের
তুমিই জগৎ জননী, দেবী দশভুজা।

          ******

রচনাকাল -
২৬শে সেপ্টেম্বর ২০২৪