মায়ের মুখটা জলে ভাসছে
বিসর্জন কী সত্যিই হয় মায়ের?
সবার চোখে জল ...
শহর গলি রাজপথ -
সব পথ মিশে যাচ্ছে গঙ্গার ঘাটের দিকে
দশমী চাঁদ নির্বাক তাকিয়ে।
শিশিরে ভিজে গেছে পথ
রঙিন আবির ধুলোয় মাখামাখি হয়
শিউলি ফুলের গন্ধ ভেসে আসে অচিনপুর থেকে।
সিঁন্দুর খেলায় মেতে উঠেছে নারীরা
বিসর্জনের বাজনায় করুন সুর -
আলোর রোশনাই ক্রমশ ফিকে হয়ে যায় বিসর্জনের পরেই।
******
রচনাকাল
২৪ অক্টোবর ২০২৩
বিজয়া দশমীর রাতে লেখা