বিসর্জনের বাজনা বাজছে
ঢাকের শব্দে মুখরিত আকাশ বাতাস
বিষাদময় গোটা দেশ -
মা দূর্গার বিসর্জন গঙ্গার ঘাটে ঘাটে।

উৎসবের আলো ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে
রঙিন আলোয় অন্ধকার কেটে গেছে এই কটা দিন
দুঃখ কষ্ট যন্ত্রণা সব ভুলে গেছে মানুষ
বিসর্জনের বাজনা হৃদয় ছুঁয়ে যায়।

আবার একটি বছরের প্রতিক্ষা -
উৎসব যেন কতো তাড়াতাড়ি শেষ হয়ে যায়
টুকরো টুকরো স্মৃতিগুলো হৃদয়ে গাঁথা থাকে সারাটা বছর
বিসর্জনের বাজনাটা সব্বাইকে বড্ড কষ্ট দেয়।

             *****

রচনাকাল -
১২ই অক্টোবর ২০২৪