নদীতে জল শুকিয়ে গেছে
মাটিতে নেমেছে খরা
চাষের জমি ভুখায় মরে
মানুষ পেয়েছে জ্বরা।

মানুষ কখনও পায় নি সুখ
সুখের করে ভান
চাষের জমি থাকলে ভুখা
মানুষ পাবে কী প্রাণ?

     *****