বইমেলাতে ছুটছে মানুষ
নিতে বইয়ের গন্ধ
লক্ষ মানুষ মেলায় হাজির
পাচ্ছে জীবনে ছন্দ।

মিলন মেলা বইয়ের মেলা
খুশির জোয়ারে ভাসা
বইতে মিলবে মুক্তির স্বাদ
তাই বইমেলাতে আসা।

      *****