বাদল দিনেও বৃষ্টির দেখা নেই
টিপটিপ করে সারাদিনই চলছে বৃষ্টি
এই বৃষ্টিতে কৃষিকাজ হবে না।

টুকরো টুকরো মেঘের অভিমান চোখে পড়ে
তৃষ্ণার্ত প্রকৃতি, তৃষ্ণার্ত মানুষ -
জলের অভাবে চাষবাস প্রায় বন্ধ।

আকাশ ভরা মেঘ -
তবুও তেমন বৃষ্টি কোথায়?
মাঠে চরছে গরু, লাঙল নামে নি মাঠে।

ভরা বর্ষায় বৃষ্টিহীনতায় ভুগছে গ্রাম বাংলা
বর্ষাকাল, তবুও বৃষ্টির খবর দিচ্ছে না হাওয়া অফিস
কৃষি কাজের ভবিষ্যৎ জানে না কৃষক।

            *******

রচনাকাল -
১১ই জুলাই ২০২৪