বন্ধ্যা নদী ছুটবে আবার
এসেছে বর্ষাকাল
ফুলে ফেঁপে উঠবে নদী
সবই হবে বেহাল।

গরম কালে শুকিয়ে মাঠ
সেখানে ছেলেরা খেলে
সেই নদীটা হবে পাগল
মেঘেরা ডানা মেলে।

প্রকৃতির কাছে মানুষ শিশু
যতই ঝরাও ঘাম
চোখের জলে কাব্য লিখে
পাবে না কোনো দাম।

টানা বৃষ্টিতে ডুববে সবই
ভেসে যাবে যত সুখ
অন্ধ সময় হাতছানি দেয়
কপালে লিখবে দুখ।

বর্ষাকাল বর্ষাকাল
তবুও তোমাকে চাই
তুমি না এলে সৃষ্টি অচল
দুঃখের সীমা নাই।

       *****

রচনাকাল -
০১লা জুলাই ২০২৪